বিবাহিতদের ডেটিং অ্যাপ অ্যাশলে ম্যাডিসন। অ্যাপের সূত্রে দেখা যাচ্ছে দিল্লি এবং দিল্লি লাগোয়া একাধিক জায়গা ভারতে পরকীয়ার হটস্পট। দেশের ২০টি শহরের নাম অ্যাশলে ম্যাডিসনে রয়েছে। যেমন গাজ়িয়াবাদ, জয়পুর, হায়দরাবাদ। সিল্ক শাড়ির জন্য বিখ্যাত দক্ষিণের কাঞ্চিপুরম শহর। পরকীয়ার তালিকায় শীর্ষে যার নাম। বিশ্বে পরকীয়ার মানচিত্রে ভারত প্রথম দশে। সবার প্রথমে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা। তারপর-ই রয়েছে ব্রাজিল, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং জার্মানি।
আপনার মতামত লিখুনঃ